পথে যেতে কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।
গভীর গাছের নীচে বসে থাকি যেন শুকনো পাতা-
পাতার মতন থাকি, কষ্ট পাই, বাতাসের হাতে,
উড়ে যেতে পারি বলে ভয় পাই, পুড়ে যেতে পারি।
পথে যেত কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।
পড়ে থাকি ঢিবি কিংবা পুরাতন পাথরের মতো-
অর্বাচীন নয়, নয় গৃহসাজ, নিশ্চিন্ত পাথর।
কাজের পাথর নয়, কাজ ছেড়ে পড়ে আছে পথে,
পথের উপরে নয়, কিছু সরে, পথের একপাশে-
গভীর খাদের নিচে পড়ে আছে পাথরের মতো।
পথে যেত কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।