বাংলা কবিতা, অরুপ অসীম কবিতা, কবি মাহু মাহবুব - কবিতা অঞ্চল
4.3/5 - (3 votes)

মনে করো প্রেম প্রেম মাঝখানে ভূমিকারা নেই, খোলাচুল মায়াফুল জানলারা ডাক পাঠালেই–
রাণী মুখ আলো বেলা। কারা শেখে অরূপের ভাষা, এলোমেলো হয়ে যাক ভুল ছেলে নিবিড় কুয়াশা।

শ্রীমতী বসন্তের। শ্রীমতীর ধারাপাতে বিষ। ডোবাবেই ভাসাবেই ঝাউপাতা আর ধান শিষ। মন রেখো, মন রেখো, পদ্মপাতা খুঁজে নিও জল। এক পক্ষ দুই পক্ষ বানভাসি সব চলাচল।

বাঁক মুখে দুটি নদী আর দিকে নিতে যায় তারা, মেঘ থেকে ঘুম থেকে উঠে আসে ভালোবাসে যারা। বৃষ্টি থেকে জনপদ তীব্রতম রূপ জ্বালালেই ধুলো ধুলো প্রেম প্রেম মাঝখানে ভূমিকারা নেই।

guest
12 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
রিটন
রিটন
1 year ago

অসাধারণ

nazia hassan
nazia hassan
2 years ago

মৌন প্রেম!

মানহা মাহবুব
মানহা মাহবুব
2 years ago

খুব ভালো লেগেছে, এক্সিলেন্ট।

সুসি সুলতানা সালমা
সুসি সুলতানা সালমা
2 years ago

শেষের চার লাইন খুব করে মনে নাড়া দিয়েছে, ভালো লিখেছেন শ্রদ্ধেয় গুণী মানুষ, কবি সাহেব।

রাহা তানহা মিমি
রাহা তানহা মিমি
2 years ago

খুব সুন্দর লিখেছো কবি ভাইয়া।

অনিন্দ্য জয়
অনিন্দ্য জয়
2 years ago

অসাধারণ কাব্যের গাঁথুনি, পড়ে মুগ্ধ হলাম প্রানপ্রিয় কবি।