তোমার সকাশে আর সহজে যাব না
আমি এক তুচ্ছজন কবিতার প্রতিবেশী
আজীবন শ্রমসহবাসী
চাই না যে আমার কবিতাস্বত্ব নিয়ে কাড়াকাড়ি হোক
এতজল তোমার সাগরে আর
ছোট এই নদী আমি কী সাহসে মিশে যাব মোহনায়
তোমার সাম্রাজ্যে কে আমার ঢেউ নেবে চিনে
দূরে রব চির অমলিন
2021-09-13