তুমি আমার সবচেয়ে প্রিয় গান
তোমাকে দেই ক্ষেতের পাক ধান;
তুমি আমার স্নিগ্ধ সজল ভোর
তোমাকে দেই যা কিছু আছে মোর;
তুমি আমার দূরের নভোযান
তোমাকে আমি করি মাল্যদান;
তুমি আমার নীলাকাশ
তোমাকে দেই আমার বারোমাস।
তুমি আমার সবচেয়ে প্রিয় গান
তোমাকে দেই ক্ষেতের পাক ধান;
তুমি আমার স্নিগ্ধ সজল ভোর
তোমাকে দেই যা কিছু আছে মোর;
তুমি আমার দূরের নভোযান
তোমাকে আমি করি মাল্যদান;
তুমি আমার নীলাকাশ
তোমাকে দেই আমার বারোমাস।