বাংলা কবিতা, অভিমান কবিতা, কবি নির্মলেন্দু গুন - কবিতা অঞ্চল
3.9/5 - (7 votes)

ভালবাসি,শুধু এই কথাটি না বলায় 
ঝরে গেছে ফুল বকুলের মতো গাছের তলায় ।
হায় হলুদ শেফালি অভিমানিনী 
ফুটেছিলে জানি,ঝরে যাবে এতো সহজ দোলায় 
তা তো জানিনি ।

সাথে ছিল তাই এনেছি হৃদয়,
ফুল কুড়াবার সাজিটি সঙ্গে আনিনি
কুড়িয়ে শেফালি হৃদয় জুড়াবে ? 
ঝরা ফুল বুঝি মানুষ কুড়াবে ? 

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pijush Kanti Das
1 year ago

মন ছুঁয়ে গেল।